২নং শিলাইদহ ইউনিয়ন পরিষদ।
উপজেলা:কুমারখালী, জেলা: কুষ্টিয়া।
একনজরে শিলাইদহ ইউনিয়নের বিভিন্ন তথ্য:
১। ইউনিয়নের আয়তন ২৪.৮৭ কি.মি ।
২। জেলা থেকে দুরত্ব ১৯ কি.মি
৩। উপজেলা থেকে দুরত্ব ৯ কি. মি
৪। মোট লোক সংখ্যা ৩১,৪৭৬ জন
ক) পুরুষ ১৫,৬৫৪ জন
খ) নারী ১২,৮২১ জন
৫। দুস্থ মহিলার সংখ্যা ১০০০ জন।
৬। মোট গ্রামের সংখ্যা ১৭ টি
৭।মোট মৌজার সংখ্যা ১৭ টি
৮। হোল্ডিং সংখ্যা ৭০৭৯ টি
৯। মোট সরকারী প্রা: বি: সংখ্যা ১০ টি
১১। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় : ৪ টি
১২। নিন্ম মাধ্যমিক বিদ্যালয় (বালক) ১ টি
১৪। মাদ্রাসা ২ টি
১৫। কলেজ ১ টি
১৬। মোট খানার সংখ্যা ৭০৭৯ টি
১৭ । মোট জমির পরিমান ৪৫৬৫ একর
১৮। এক ফসলি জমির ১১৭৫ একর
১৯। দুই ফসলি জমির ২৪৬৫ একর
২০। তিন ফসলি জমি ৯৩৬ একর
২১ । অগভীর নলকূপ ৫৫০ টি
২২। হস্ত চালিত নলকূপ ৬৫০০ টি
২৩। শিক্ষার হার ৭০ %
২৪। স্বাস্থ্য কেন্দ্র ১টি
২৫। কমিউনিটিন ক্লিনিক ৩ টি
২৬। খাল ২ টি
২৭। নদী (পদ্মা) ১ টি
২৮ । মোট রাস্তা (কাচা) ৪০ কি.মি
২৯। মোট রাস্তা (পাকা) ৩৫ কি. মি
৩০। খাস পুকুর ১ টি
৩১। হাট বাজার ১টি
৩২ । ব্যাংক অগ্রনী ব্যাংক, গ্রামীন ব্যাংক
৩৩ । তহসিল অফিস ১ টি
৩৪। ডাকঘর ১ টি
৩৫। মসজিদ ৪০ টি
৩৬। গীর্জা ২ টি
৩৭। মন্দির ২ টি
৩৮। ক্লাব ২ টি
৩৯। খেয়া ঘাট ১ টি
৪০। প্রসিদ্ধ স্থান ৩ টি
৪১। স্থানীয় এনজিও ২ টি
৪২। মোট ভোটর সংখ্যা ২২১৪৩ জন
৪৪। বিধবা ভাতা ভোগীর সংখ্যা ৪০৭ জন
৪৩। ভি.জি.ডি কার্ডধারীর সংখ্যা ১৯৫ জন
৪৫। বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা ৮৮৯ জন
৪৬। প্রতিবন্ধি ভাতা ভোগির সংখ্যা ৭৯৯ জন
৪৭। মাতৃত্বকালিন ভাতা ভোগীর সংখ্যা ১৬০টি
উল্লেখ্য যে, অত্র ইউনিয়নে বানিজ্যিক ভাবে কোন ট্রাক্স ধার্য করা হই নাই। শুধু মাত্র বসত বাড়ির উপর ৮,০০,০০০/=সরকারী বিধিমালা অনুযায়ী ট্রাক্সধায্য আছেএবং আদায় কারীর মাধ্যমে ট্রাক্স আদায় করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস