Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠিবাড়ীঃ
স্থান

কুমারখালী উপজেলা ধীন ২নং শিলাইদহ ইউনিয়নে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

কুষ্টিয়া জেলা শহর থেকে বাস, সিএনজি, অটো রিকসা, টেম্পু যোগে পূর্ব দিকে আলাউদ্দিন নগর মোড় হয়ে সোজা উত্তরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি আসা যায়, দুরত্ব প্রায় ১৩ কিলো। কুমারখালী উপজেলা বাসষ্টান্ড থেকে  সিএনজি, অটো রিকসা, টেম্পু, রিক্সা যোগে সোজা উত্তরে দুর্গাপুর গ্রাম-বাখই গ্রাম-মির্জাপুর গ্রাম এর মাঝপথ দিয়ে প্রায় ৭ কিলো পথ অতিক্রম করে অথবাকুমারখালী উপজেলা বাসষ্টান্ড থেকে  সিএনজি, অটো রিকসা, টেম্পু, রিক্সা যোগে সোজা পশ্চিমে আলাউদ্দিন নগর মোড় হয়ে সোজা উত্তরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি আসা যায়, দুরত্ব প্রায়-১১ কিলো পথ।

 

যোগাযোগ

0

বিস্তারিত

ইংজের সাহেব-শেলী সাহেব এর নাম অনুসারে শিলাইদহ নাম করন করা হয়। ইংরেজ শেলী সাহেবের ণীলকুঠি যা শিলাইদহ পদ্মা নদীর তীরে বর্তমানে শিলাইদহ খেওয়া ঘাটের পশ্চিমে অবস্থিত ছিল। কোন এক সময় পদ্মা নদীর ভাঙ্গন শুরু হলে তার ঐ নীল কুঠির টি নদীর গর্ভে বিলীন হয়ে যায়। সেই থেকে শেলীদহ থেকে শিলাইদহ নাম করন করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ শিলাইদহে জমিদারী দেখাশুনা করতে আসতেন। তিনি শিলাইদহে এসে তার লেখা উল্লেখযোগ্য কবিতা,গান, এমনকি নোবেলপ্রাপ্ত গীতাঞ্জলী এখান থেকে রচনা করেন। তিনি তার জীবনের গুরুত্বপুর্ন সময় শিলাইদহে এসে কাটিয়েছেন। তিনি কলকাতা থেকে নদীপথে বজরা (বর্তমানে ঠাকুরবাড়ীর ২য় তলায় রক্ষিত লোহার নৌকা বিশিষ্ট) যোগে আসতেন। তিনি তৎকালীন এখানে জনগনের লেখাপড়ায় উৎসাহ জোগাতেন, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মান করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর (জন্ম ৭ই মে, ১৮৬১ - মৃত্য ৭ই আগস্ট, ১৯৪১) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তাঁর "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে প্রায়শঃ আসা যাওয়া  শুরু করেন ।