কৃষি তথ্য সার্ভিস ০১। কৃষকের কাজের পরিকল্পনা ও পরিমান নির্ধারনে তাদেরকে প্রেরনা বৃদ্ধি করা। ০২। বিভিন্ন ফসলের আধুনিক চাষ সর্ম্পকীয় যাবতীয় নতুন প্রযুক্তি হস্তান্তর ও সম্প্রসার। ০৩। কৃষি সম্প্রসারন বিভাগের পরিকল্পনা যোগাযোগ কর্মসূচী বাস্তবায়ন করা। ০৪। কৃষদের বিভিন্ন সমস্যা সহজেই চিহ্নিত করতে পারেন ও সম্ভাব্য সমাধান ও খুঁজে পেতে পারেন সে ব্যপারে সাহায্য করা। ০৫। কৃষদের পরামর্শ ও সহযোগীতায় যেমন, মৎস, পশুসম্পদ, বনবিভাগ, এনজিও, ব্যাংক ও অন্যান্য সংস্থার প্রতিনিধি উপকরন সরবরাহ প্রতিষ্ঠান সবার সংযোগ স্থাপন করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS